জবিতে গীতিকবি মাশরেকী'র জন্মবার্ষিকী

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:12:55

'আল্লাহ মেঘ দে,পানি দে'সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের কবি আবদুল হাই মাশরেকী। তার জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মাশরেকীর বিখ্যাত গান 'আমায় এত রাতে ক্যানে ডাক দিলি’, 'আল্লাহ মেঘ দে, পানি দে' সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, 'গীতিকবি আবদুল হাই মাশরেকীর জীবনী ও কর্মের ওপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উচ্চতর গবেষণা (এম.ফিল) করতে আগ্রহী হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও কবি পরিবারের সদস্যদের সম্মতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিখ্যাত গীতিকবি আবদুল হাই মাশরেকীর অপ্রকাশিত সাহিত্যকর্ম প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

আলোচকের বক্তব্যে ভারতের কবি সৈয়দ হাসমত জালাল বলেন, 'আবদুল হাই মাশরেকীর রচিত গান, কবিতা সময়ের বন্ধনে আবদ্ধ নয়। তার রচিত গান ও কবিতা আজও লোক মুখে প্রচলিত। তিনি শুধু লোক কবিই ছিলেন না, গ্রাম বাংলার জীবনের প্রতিনিধিত্ব করেছেন।

সভায় শিল্পী শংকর সাওজাল, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর