ববি বন্ধ ঘোষণার পরেও আন্দোলন করছে শিক্ষার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-25 21:11:28

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণার পরেও ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল থেকে তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা।

আন্দোলনে ‘এক দফা এক দাবি ভিসি তুই কবে যাবি’, ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ এমন অনেক স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছে, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। বিকেল ৫টার পর প্রতিটি হলের সামনে অবস্থান নেয়া হবে।’

এদিকে এর আগে বুধবার (২৭ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে অনির্দিষ্টকালের জন্য ববি বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) ক্যাম্পাসে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই শিক্ষার্থীরা ওই দিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের বাইরে প্রতিবাদ জানায়। এ ঘটনায় ভিসি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেছেন বলে দাবি শিক্ষার্থীদের। এরই প্রতিবাদে ১২ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর