স্বাধীনতা দিবস উপলক্ষে জাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:44:31

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক চিত্রাঙ্কন করে।

জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আন্তর্জাতিকভাবে এই গণহত্যা দিবস পালনে জাতীয় সংসদে গৃহীত সর্বসম্মত প্রস্তাবকে সমর্থন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও রয়েছে বেলা ৩টায় জহির রায়হান মিলনায়তনে মুক্তিসংগ্রাম চলচ্চিত্র প্রদর্শনী।

এছাড়া বেলা ৫ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে আলোচনা অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ও সন্ধ্যায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পরিবেশনায় মুক্তির গান পরিবেশিত হবে।

এ সম্পর্কিত আরও খবর