শাবিপ্রবি'র ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদ

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 10:30:56

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকারের ছাত্রলীগের ওপর একটি গ্রুপের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন থেকে রাজিবের ওপর হামলাকারীদের সবোর্চ্চ শাস্তির আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরারব স্মারকলিপি দিয়েছেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন রাজিব সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূইয়ার অনুসারী। শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারীরা রাজিব সরকারের ওপর হামলা করেছে বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূইয়া।

এ সম্পর্কিত আরও খবর