জাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 00:31:20

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে দৈনিক বণিক বার্তার ক্রীড়া প্রতিবেদক আহমেদ রিয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আহমেদ রিয়াদ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বলছেন, লাঞ্ছিত নয় সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী স্ট্যাটাস দিতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ এনে ও নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা হলেন নাহিদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ- সভাপতি বলে জানা যায়।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, 'আমি প্রায় সময় ক্যাম্পাসে ঘুরতে আসি। কিন্তু গত ৬ মাস যাবত অভিযুক্ত ছাত্রলীগ নেতা আমাকে দেখা মাত্রই শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে আসছিল। যার প্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ হল ফুটবল খেলা চলাকালীন সময়ে ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানার উপস্থিতিতে আমাকে লাঞ্ছিত করে। এছাড়া পরবর্তীতে ক্যাম্পাসে আসতে নিষেধ করেন।'

অভিযোগ পত্রে তিনি আরও উল্লেখ করেন, 'আমি সার্বিক বিষয়ে তাৎক্ষণিক শাখা ছাত্রলীগ সভাপতিকে অবহিত করলে তিনিও আমাকে ক্যাম্পাসে আসতে নিষেধ করেন। এছাড়া ক্যাম্পাসে আসলে মারধর করা হতে পারে বলেও হুমকি প্রদান করেন।'

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, 'আমি বিভিন্ন সময়ে আমার ব্যক্তিগত মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকি। তার প্রেক্ষিতে নাহিদ আমাকে এসব মতামত প্রদান করতে নিষেধ করতেন।'

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদ হোসেন বার্তা২৪.কম-কে বলেন, 'আহমেদ রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় সরকার বিরোধী স্ট্যাটাস দিয়ে থাকে। এইজন্য আমি তাকে নিষেধ করেছি। এছাড়া আর কিছু হয় নাই। আমি তাকে কোনভাবে লাঞ্ছিত করি নাই।'

তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানার সাথে কথা হলে হুমকির কথা অস্বীকার করে বার্তা২৪.কম-কে বলেন, 'এমন কোন ঘটনা ঘটেনি। অভিযোগ মিথ্যা। কেন এমন অভিযোগ আনলো তা জানি না।'

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বার্তা২৪.কম-কে বলেন, 'অভিযোগপত্র পেয়েছি, রিয়াদ আমাকে আগেও জানিয়েছিল যে তাকে বিভিন্ন সময়ে হুমকি ও লাঞ্ছিত করা হচ্ছে। আগামীকাল অফিস খুললে সহকারী প্রক্টরদের দায়িত্ব দিয়ে দিবো। উনারা তদন্ত করে দেখবেন ঘটনার সত্যতা কতটুকু তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো।'

এ সম্পর্কিত আরও খবর