জাবিতে ৩ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 11:26:47

‘মুক্ত চিন্তা, মুক্ত বই' শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী স্বাধীনতা বইমেলা-২০১৯।

বুধবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলা বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুল আলম বলেন, ‘বইমেলা মানুষকে কাছে টানে ও সম্পর্ক দৃঢ় করে। বইমেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।'

এছাড়া এমন আয়োজনের জন্য বাংলা বিভাগকে ধন্যবাদও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্ববজিৎ ঘোষ বলেন, ‘স্বাধীনতার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনে আমি মুগ্ধ। বইমেলা আমাদের প্রাণের মেলা, ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার মেলা। এই মেলার সাফল্য কামনা করছি।'

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, মেলার আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক শামীমা সুলতানা প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর