জাবিতে ৫ম মডেল জাতিসংঘ সম্মেলন ১৪ মার্চ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 07:15:25

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন (জেইউমুনা) এর আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী মডেল জাতিসংঘ সম্মেলন-২০১৯। ১৪ মার্চ সম্মেলন শুরু হয়ে চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউমুনা সভাপতি শুকরান উল হক মাহীর।

তিনি বলেন, '১৪ মার্চ বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের শুরু হবে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজান ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য নুরুল আলম ও আমির হোসেন।'

তিনি আরও বলেন, 'ইনক্লুসিভ ফিউচার থ্রো ইয়ুথ এঙ্গেজমেন্ট, ক্লাইমেট, জাস্টিস এন্ড ইকুয়েটি’ এই স্লোগানকে ধারণ করে শুরু হতে যাওয়া সম্মেলনটিতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ক্যামেরুন ও গাম্বিয়ার প্রতিনিধি সহ মোট ৩০০ সদস্য অংশগ্রহণ করবে।'

এ সম্পর্কিত আরও খবর