ডাকসু: ছাত্রদলসহ ৫ প্যানেলের ভোট বর্জন

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 02:32:53

ভোট জালিয়াতি ও হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট প্রত্যাখান করে তা বাতিলের দাবি জানিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা।

সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিতে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ও প্রগতিশীল ছাত্রঐক্যের ভিপি প্রার্থী লিটন নন্দী এ কথা জানান। ভোট বর্জন করা অন্য প্যানেলগুলো হল ছাত্র ফেডারেশন ও স্বাধীকার স্বতন্ত্র পরিষদ।

তিনি বলেন, ‘রোকেয়া হলে ভোট দেরিতে শুরু হয়। পরে ব্যালট পেপারের তিনটি বাক্স ছিল না। সূর্যসেন হলে আমাদের ওপর হামলা হয়েছে। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট পাওয়া গেছে। হলে হলে অনিয়ম হয়েছে। সুফিয়া কামাল হলেও অভিযোগ ছিল, কিন্তু আমাদের সেখানে যেতে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করছি। এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে ভোট দেওয়ার দাবি জানাচ্ছি। আওয়ামী লীগ ঘরানার শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে।’

লিটন নন্দী বলেন, আমরা সকাল থেকে নির্বাচন দেখেছি। আগেই ভোটের সময় বাড়াতে বলেছিলাম, আঙ্গুলে কালি দেওয়া ও স্বচ্ছ ব্যালট বাক্স রাখার দাবি জানিয়েছিলাম।’

‘কিন্তু সকালে কুয়েট মৈত্রী হলে ব্যালটে সিল মারা, রোকেয়া হলে এক ঘণ্টা পড়ে ভোট শুরু করা ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরু ও স্বতন্ত্র প্রার্থী দিপ্তির উপর হামলা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন প্রত্যাখান করছি। প্রশাসনকে ভোট বাতিল করে পুন:তফসিল ঘোষণা করতে হবে। আর একাডেমিক ভবন ছাড়া হলে ভোটের পরিবেশ নেই। নির্বাচন কমিটি বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে। স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করতে হবে।’

নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির আনারও দাবি জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে উপাচার্যের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রঐক্যের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলন থেকে আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর