রোকেয়া হলের বদ্ধ কক্ষ থেকে ব্যালট পেপার উদ্ধার

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:23:48

তিন বাক্স ব্যালট পেপার পাওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। ভোটগ্রহণ বন্ধ রেখে হলের মাঠে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা।

সোমবার (১১ মার্চ) দুপুরে রোকেয়া হলের ভোটকেন্দ্রের পাশের একটি বদ্ধ কক্ষ থেকে ব্যালট পেপার ভর্তি তিনটি বাক্স বের করে আনেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা।

তাদের অভিযোগ, ছাত্রলীগকে কারচুপির সুযোগ করে দিতে প্রশাসন এগুলো সরিয়ে রেখেছিল। সুযোগ বুঝে ছাত্রলীগ এগুলোর সাহায্যে ভোট জালিয়াতি করতো।

কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য মিথ্যা অভিযোগ করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তারা কোনো ব্যালেট পেপারে ক্রস দেখাতে পারেনি। সুতরাং কোনো ভোট কারচুপি হয়নি।

এ সম্পর্কিত আরও খবর