৩ ঘণ্টা পর কুয়েত মৈত্রী হলে ভোট শুরু

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 20:25:14

ভোট শুরুর আগেই ব্যালট বাক্সে সিল মারা ব্যালট পেপার পাওয়ার ঘটনায় স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কুয়েত মৈত্রী হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুয়েত মৈত্রী হলের ভোট স্থগিতের ঘোষণা দেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। এই ঘটনায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয়।

এর পর বেলা ১১টা ১০ মিনিটে কুয়েত মৈত্রী হলে ফের ভোটগ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মৈত্রী হলের এ ভোটগ্রহণ বিকাল ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে বলে জানান প্রধান চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, ‘দুয়েকটি ঝামেলা ছাড়া নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে।’

জানা যায়, সকালে ভোট শুরুর আগে স্বতন্ত্র প্রার্থীদের কয়েকজন কুয়েত মৈত্রী হলের সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ব্যালট বাক্স খুলে দেখাতে বলেন। কিন্তু নির্বাচন কর্মকর্তারা তাতে অসম্মতি জানান।

এতে উপস্থিত শিক্ষার্থীরা অবরোধের হুমকি দেন। তারপর চাপের মুখে নির্বাচন কর্মকর্তারা বাক্স দেখালে সেগুলোতে আগে থেকেই কিছু ব্যালট পেপার থাকতে দেখা যায়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী ও চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান সেখানে গেলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে চিফ রিটার্নিং কর্মকর্তা এই হলে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর