ডাকসু নির্বাচন কাল, ছাত্রলীগ ছাড়া শঙ্কিত অন্যরা

বিবিধ, ক্যাম্পাস

সোহানুর রহমান, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 11:49:12

সকল জল্পনা-কল্পনার অবসান ও দীর্ঘ ২৮ বছরের বন্ধ্যাত্ব ঘুচিয়ে সোমবার (১১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে অনেকদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কায় প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের নেতৃবৃন্দ।

ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার আগে থেকেই ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত ও হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন দাবি জানিয়ে এসেছে।

সোমবারের অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আশাবাদ ব্যক্ত করলেও জাতীয়তাবাদী ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা প্রশ্ন তুলেছেন। শেষ মুহূর্তে তাদের ভাবনা থেকে সেই শঙ্কা প্রস্ফুটিত হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সনজিত চন্দ্র দাস বার্তা২৪.কমকে বলেন, ‘আগামীকালের (সোমবার) ডাকসু নির্বাচন নিয়ে আমাদের মনে কোনো শঙ্কা নেই। গত ১০ বছর ধরে ক্যাম্পাসে আমরা যে পরিবেশ দেখেছি, তাতে আমাদের মনে হয় না নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ আছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সোমবারের ডাকসু নির্বাচন সবচেয়ে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অপরদিকে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ ও অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী নই। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত।'

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে চায়। আর তাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে তারা সফল হতে পারেনি।'

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রগতিশীল ছাত্রজোটের প্যানেল থেকে ভিপি প্রার্থী লিটন নন্দী। বার্তা২৪.কমকে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমাদের যথেষ্ট উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।'

প্রশাসনের আচরণ ও বর্তমান পরিবেশ বিবেচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা নিয়েও যথেষ্ট শঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে প্রশাসনের ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুর বার্তা২৪.কমকে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন যথাযথ সফল হতে পারেনি। আমাদের মনে হচ্ছে প্রশাসন একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন দিতে চাচ্ছে।'

ডাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সফল হতে পারেনি। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত। তাই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।'

সোমবার ডাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশাসন প্রস্তুত জানালেও অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সম্পর্কিত আরও খবর