রাবিতে নিরাপদ ক্যাম্পাসের দাবি

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 08:13:50

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ ক্যাম্পাসে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তার টাকা ও ফোন ছিনতাই করে দুর্বৃত্তরা। কিন্তু ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদেরকে এখনো শাস্তির আওতায় আনা যায়নি। এতে করে ছিনতাইকারীরা পার পেয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত ক্যাম্পাসে এ ধরনের অপকর্ম করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। এ সময় বক্তারা এসব ঘটনায় জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সভাপতি ইলিয়াস হোসাইন, ছাত্রকল্যাণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক শরীফ আহমেদ প্রমুখ। এতে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর