নারী দিবস উপলক্ষে রাবিতে আলোর মিছিল

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 06:57:32

'সবাই মিলে ভাবি, নতুন কিছু করি, সমতার নতুন বিশ্ব গড়ে তুলি' এ স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আলোর মিছিল’ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম।

শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, 'আজ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসটি যাতে ভবিষ্যতে এই আলোর মতো উজ্জ্বল থাকে সর্বত্র আরও আলো ছাড়াতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই আলোর মিছিল।'

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম রাবি শাখা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কার্মকাণ্ড ও শিক্ষার্থীদের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর