বিজ্ঞান শিক্ষার আধুনিকায়নে কাজ করতে চান শিশিম-তামিম-সোহান

বিবিধ, ক্যাম্পাস

সোহানুর রহমান, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 19:44:30

দীর্ঘ ২৮ বছরের বন্ধ্যাত্ব ভেঙে আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোটগ্রহণের আর মাত্র তিন দিন বাকি থাকায় ক্যাম্পাসে পুরোদমে চলছে প্রচারণা। সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি।

এই নির্বাচনে হল সংসদে নির্বাচিত হলে বিজ্ঞান শিক্ষার গবেষণা ও ব্যবহারের জন্য উপযুক্ত আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ গ্রন্থাগার করে বিজ্ঞান শিক্ষার আধুনিকায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজ্ঞান শাখার জন্য সংরক্ষিত তিনটি হল সংসদের সহ-সভাপতি (ভিপি) তিন প্রার্থী।

এরা হলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে ভিপি পদপ্রার্থী হুসাইন আহমেদ সোহান, ফজলুল হক মুসিলম হল সংসদে ভিপি প্রার্থী শাহরিয়ার সিদ্দিক শিশিম ও অমর একুশে হল সংসদে ভিপি প্রার্থী তামিম মৃধা। এই তিনজনই বাংলাদেশ ছাত্রলীগের সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে মনোনীত হয়েছেন।

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য ইন্টারনেট সুবিধা, ই-লাইব্রেরি, আধুনিক বই ও প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করতে কাজে করবেন বলে জানিয়েছেন তারা। এছাড়া বিজ্ঞান খাতে বরাদ্দ বাড়ানোর জন্য প্রশাসনের সহযোগিতার পাশাপাশি বাইরের বিভিন্ন দেশ থেকে অনুদান আনার জন্যও চেষ্টা করবেন তারা।

হুসাইন আহমেদ সোহাগ বার্তা২৪.কম-কে বলেন, 'আমরা গবেষণার উপর গুরত্বারোপ করবো। আামাদের বিজ্ঞান শাখায় গবেষণার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাও প্রয়োজনীয়। ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ আমাদের নেই। এ খাতে বরাদ্দ বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো।’

তিনি বলেন, 'আমাদের বিজ্ঞান শাখার লাইব্রেরিতে বর্তমানে যে বইগুলো পাওয়া যায় তার অধিকাংশই অনেক পুরনো এবং সেগুলোর সর্বশেষ সংস্করণ নেই। এই লাইব্রেরিকে আধুনিকায়ন ও আধুনিক বই সমৃদ্ধ করার চেষ্টা করবো। তাছাড়া বিজ্ঞান সম্পর্কিত যে বিভিন্ন গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় সেগুলো সহজলভ্য করা ও বিশ্ববিদ্যালয়ে স্থানীয়ভাবে যেসব গবেষণা হয় সাধারণ শিক্ষার্থীরা যাতে অনলাইনে সেগুলোতে মুক্তভাবে প্রবেশাধিকার পায় তা নিশ্চিত করতে কাজ করবো।'

এছাড়া প্রতিবছর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন ও তথ্য-প্রযুক্তির উপর প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দেন সোহান।

শাহরিয়ার সিদ্দিক শিশিম বার্তা২৪.কম-কে বলেন, 'আমরা গবেষণা ও ব্যবহারিক খাতে বরাদ্দ বাড়ানোর জন্য প্রশাসনের কাছে এবং সম্ভব হলে প্রশাসনকে সাথে নিয়ে বাইরে থেকে অনুদান আনার চেষ্টা করবো।’

ডিজিটাল লাইব্রেরি গঠন ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান শাখার হলগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহের চেষ্টা করবেন বলে জানান শিশিম।

আরেক ভিপি প্রার্থী তামিম মৃধা বার্তা২৪.কম-কে বলেন, 'আমাদের গবেষণা করার জন্য যে উপকরণ দরকার সেগুলো এতোটা উন্নত নয়। আর গবেষণা খাতে উন্নত দেশের মতো আমাদের পর্যাপ্ত বরাদ্দ নেই। আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার মানোন্নয়নে কাজ করবো।'

তিনি আরও জানান, ‘বিজ্ঞান শাখার প্রত্যেকটা হলে ই-লাইব্রেরি গঠন করার পাশাপাশি সাইন্স লাইব্রেরিতে লাইনে দাঁড়িয়ে থাকার সমস্যা সমাধানের জন্য কাজ করবো।’

এ সম্পর্কিত আরও খবর