এবার রাবির সমাজবিজ্ঞান বিভাগের সভাপতিকে হত্যার হুমকি

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট | 2023-08-24 18:14:42

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগ ও দর্শন বিভাগের দুই শিক্ষককে সর্বহারা পরিচয়ে হত্যার হুমকি দেওয়ার পর এবার সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার আলীকে হত্যার হুমকি দিয়েছে সর্বহারা গ্রুপের সদস্যরা।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ০১৭২৫৬৬৪৯৭২ নাম্বর থেকে তাঁর ব্যক্তিগত নাম্বারে ফোন দিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই নাম্বর থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. আমিনুল ইসলাম ও দর্শন বিভাগের শিক্ষক মোতাছিম বিল্যাহর কাছে চাঁদা দাবি করেন সর্বহারা গ্রুপের সদস্যরা। পরে টাকা দিতে তারা অস্বীকৃতি জানালে তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।

অধ্যাপক জুলফিকার আলী বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ০১৭২৫-৬৬৪৯৭২ এ নাম্বর থেকে একটি ফোন আসে। ফোনটি রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে সর্বহারা গ্রুপের সদস্য পরিচয় দিয়ে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে হত্যার হুমকি দেন। পরে ফের এ ০১৮৫৯০৪৯৮৬২ নাম্বর থেকে ফোন দিয়ে এ নাম্বারে টাকা বিকাশ করতে বলে। আমি জীবনের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। এ ঘটনার পর থানায় জিডি করেছি।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘হুমকির বিষয়টি আমি এখনো শুনিনি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এ বিষয়ে কথা বলবো। হুমকি পাওয়া শিক্ষকদের অধিক নিরাপত্তার ব্যবস্থা করতে হলে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

জানতে চাইলে মতিহার থানার ডিউটি অফিসার পিএসআই আল মামুন বার্তা২৪.কমকে বলেন, ‘হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

এ সম্পর্কিত আরও খবর