জাবিতে গল্পে গল্পে সাংবাদিকতার দ্বিতীয় পর্ব

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-28 12:59:22

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘গল্পে গল্পে সাংবাদিকতা’- ২য় পর্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাবি সাংবাদিক সমিতি (জাবিসাস)’র আয়োজনে শনিবার (২ মার্চ) বেলা চারটায় সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)’র বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকতার বর্তমান, ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘সাংবাদিকতা একটা মহান পেশা। আর এই মহান পেশায় থেকে সমাজকে দেওয়ার মত অনেক কিছু আছে। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার মাধ্যমে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

এছাড়া তিনি এমন আয়োজন করার জন্য জাবিসাসকে ধন্যবাদ জানান।

কর্মশালায় জাবিসাসের পক্ষ থেকে শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকসহ সাংবাদিকতায় আগ্রহী প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

 

এ সম্পর্কিত আরও খবর