রাবিতে ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 12:15:21

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রীদের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাবি উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক এম আব্দুস সোবহান। এ প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে প্রায় শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করবেন।

উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুসহ ছাত্রী হলের প্রধ্যক্ষবৃন্দ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিকা মুস্তফা, সুলতানা মুস্তারী ও কামারা তাসনুভা মশাল প্রজ্জ্বালন করে। এছাড়া প্রত্যেক ছাত্রী হলের শিক্ষার্থীরা পৃথকভাবে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন।

এ সম্পর্কিত আরও খবর