জোটবদ্ধ আন্দোলনে কোটা ও ছাত্রদল, বামেরা সিদ্ধান্তহীন

বিবিধ, ক্যাম্পাস

সোহানুর রহমান, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:06:36

আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এর ভোটকেন্দ্র হবে আবাসিক হলগুলো। তবে কারচুপি আর ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রভাব বিস্তারের শঙ্কায় হলের বাইরে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র করার দাবি জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের।

এই দাবি আদায়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারীদের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ও জাতীয়তাবাদী ছাত্রদল ইতোমধ্যে একতম হয়েছে। হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি মানা না হলে আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় ঘেরাও করার কর্মসূচিও দিয়েছে এই দুই সংগঠনের নেতারা।

তবে তাদের সাথে জোটবদ্ধভাবে আন্দোলন করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা ‘প্রগতিশীল ছাত্রজোট'। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে জোটবদ্ধভাবে আন্দোলন করতে আপত্তি না থাকলেও ছাত্রদলের সাথে জোটবদ্ধ হতে আপত্তি বাম সংগঠকদের।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আহবায়ক হাসান আল মামুন বার্তা২৪.কমকে বলেন, ‘হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবিতে যে ছাত্র সংগঠনগুলো আমাদের সাথে আসবে, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন করব।'

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার বার্তা২৪.কমকে বলেন, 'আমরা আগেই বলেছি যে, হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবিতে আমরা একসাথে আন্দোলন করতে পারি। জোটবদ্ধ হওয়ার বিষয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির সাথে আমরা একমত পোষণ করি।'

তবে প্রগতিশীল ছাত্রজোট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বার্তা২৪.কমকে বলেন, 'হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবিতে একমত যে কোনো ছাত্র সংগঠনকে নিয়ে জোটবদ্ধভাবে আন্দোলন করতে আমাদের কোনো আপত্তি নেই। তবে, এখন পর্যন্ত ছাত্রদলকে নিয়ে জোট করার কোনো চিন্তা আমাদের নেই।'

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, ‘হলের বাইরে ভোটকেন্দ্রের দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে জোটবদ্ধভাবে আন্দোলন করার পরিকল্পনা আছে, তবে সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। আর ছাত্রদলের বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।'

ক্ষমতাসীন কোনো ছাত্র সংগঠনের সাথে জোট করতে অসম্মতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ। বার্তা২৪.কমকে তিনি বলেন, 'আমরা বরাবরই বলেছি যে, ক্ষমতাসীন যারা ছিল, সেটা ছাত্রদল বা ছাত্রলীগ হোক, তাদের দল পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র পরিবর্তন হয়নি। দমন-পীড়ন দু’টি দলই করেছিল। সে জায়গা থেকে তাদের সাথে আমরা কোনো ধরনের জোট করবো না। আর হলের বাইরে ভোটকেন্দ্রের দাবিতে জোটবদ্ধভাবে আন্দোলন করার বিষয়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।'

এ সম্পর্কিত আরও খবর