‘লেখাপড়ার সঙ্গে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে’

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-27 02:07:28

লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। রাজনীতি একটি সমাজ, দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারে। রাজনীতি বিবর্জিত কোনো মানুষ সমাজের কোনো কাজে আসে না এবং রাজনীতি বিবর্জিত দেশ সুস্থভাবে চলতে পারে না। তবে রাজনীতি হতে হবে আদর্শ কেন্দ্রিক। আমাদের সে আদর্শ হলো আমাদের যে উৎপত্তি, আমাদের সৃষ্টি, আমাদের যে স্বাধীনতা এর পেছনে কিন্তু একটি রাজনৈতিক চেতনা ছিল, বঙ্গবন্ধুর আদর্শ ছিল।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য্য আরও বলেন, ‘আমাদের পরিচয় হবে-আমরা বাঙালি, আমাদের দেশ হবে গণতান্ত্রিক, আমাদের অর্থনৈতিক অবস্থা হবে সমাজতান্ত্রিক এবং বাঙালি জাতীয়তাবাদকে অবলম্বন করেই আমরা এগিয়ে যাবো। সৃষ্টির যে মূলমন্ত্র বা চেতনা সেটাকে বর্জন করে আমরা কিন্তু কোনোভাবেই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। তাই যদি পারতাম তাহলে বঙ্গবন্ধুর হত্যার পরে যারা ২১ বছর শাসন করেছিল তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। তারা তো সেটা পারেনি বরং পিছিয়ে নিয়েছে।’

যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোঃ তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক গিলবার্ট নির্মল বিশ্বাস, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য্য।

এছাড়া উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসরীন সুলতানা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. শরিফ হোসেন, ইআরএফ-এর সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার ৪১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও ৪৭ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আলোচনা শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সম্পর্কিত আরও খবর