হিন্দি গানে শেষ হলো বাংলা বিভাগের বসন্ত বরণ!

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 20:59:57

মধ্যযুগে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করার পাশাপাশি ১৪টি উৎসবেরও প্রবর্তন করেন। তার মধ্যে অন্যতম হলো বসন্ত উৎসব। সেই সময় থেকেই বাংলার মানুষ বিভিন্ন লোকজ গান, নাচ ও মেলা আয়োজন করার মধ্যে দিয়ে এই উৎসবটি পালন করে আসছে।

তবে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের বসন্ত উৎসবে বাংলা গান দিয়ে শুরু হলেও শেষ হয়েছে হিন্দি গানের মাধ্যমে। ফলে প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে।

খোঁজ নিয়ে জানা যায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বিভিন্ন সময়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজন করে থাকে। বিশেষ করে বৈশাখ উৎসব, বসন্ত উৎসব। এছাড়া আয়োজন করে থাকে বাংলা গান ও নাটকের।

তবে এবারের বসন্ত উৎসবকে কেন্দ্র করে উঠেছে বিতর্কের ঝড়। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসবের দিনব্যাপী আয়োজন শেষ হয় হিন্দি গানের মাধ্যমে। এ সময় হিন্দি গানের তালে বসন্ত উৎসবকে কেন্দ্র করে তৈরিকৃত মঞ্চে নাচতে দেখা যায় অনেককে। আর এমন কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমন ঘটনায় আক্ষেপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জেইউডিও’র সভাপতি ফয়সাল মাহমুদ শান্ত বার্তা২৪.কম-কে বলেন, ‘বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা যে আয়োজনগুলো করে থাকি সেখানেও যদি ভিন্ন সংস্কৃতি ঢুকে পড়ে তখন আসলে এটা বাংলা সংস্কৃতির উৎসবকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে এটা যখন ভাষার মাসে হয়। আমাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। ভাষা শহীদদের ত্যাগের প্রতি আমাদের দৃষ্টিপাত করা দরকার। আমাদের সর্বক্ষেত্রে বাংলা চর্চা করা প্রয়োজন সেটা হোক নাচ, গান বা উৎসব।'

এ বিষয়ে বাংলা সংসদের সহ- সভাপতি শেখ শাহরিয়ার ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, 'এমনটা যদি হয়ে থাকে সেটা অবশ্যই খারাপ হয়েছে। কারণ আমরা বাংলা ডিপার্টমেন্ট বাংলা সাংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছি। এখানে এই সেন্টিমেন্টটা আসলে খারাপ দেখায়। তবে আমার জানা মতে আমাদের ডিপার্টমেন্টের কেউ এমনটা করে নাই যদি করে থাকে তবে অবশ্যই ব্যবস্থা নিব।'

কবি ও শিশুসাহিত্যিক জাবি বাংলা বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসাইন বার্তা২৪.কম-কে বলেন, ‘'বাঙালি একটি সংস্কৃতি যার নিজস্ব সৌন্দর্য আছে স্বাদ আছে তাকে সেভাবে দেখতে হবে। হিন্দি গান বা অন্যকোন সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে যেটা আসলে এটার সাথে যায় না সেটা করা তো ঠিক না।'

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবীবুল্লাহ সিরাজী বার্তা২৪.কম-কে বলেন, 'বসন্ত উৎসব শুধুমাত্র বাঙালির উৎসব এটা বাঙালি জাতি সত্তার সাথে জড়িত। আর এই উৎসবের আয়োজনে থাকবে শুধুমাত্র বাঙালির নাচ, গান। বাঙালির সংস্কৃতি অনেক সমৃদ্ধি এখানে রবীন্দ্রনাথ, নজরুল সহ আরও অনেকে আছেন। সুতরাং এই বাংলার উৎসবে যখন হিন্দি বা অন্য কোন ভাষা বা সংস্কৃতি আসবে তখনি আমার দ্বিমত আছে। বাঙালির উৎসবের সাথে অন্যর সংস্কৃতি কোন ভাবেই যেতে পারে না।'

এ সম্পর্কিত আরও খবর