অসুস্থ বাবার জন্য সিনেমা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 02:21:27

এক শিক্ষার্থীর অসুস্থ বাবাকে সুস্থ করার জন্য লড়াইয়ে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একঝাঁক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্তত্ব বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল ইবনে শামসের বাবা কিডনি সমস্যায় ভুগছেন। ফলে খরচ হচ্ছে বিপুল পরিমাণ টাকা।

কিন্তু এক পরিবারের পক্ষে সেই টাকার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। আর এই টাকার সমস্যা মেটাতে ফয়সাল ইবনে শামসের বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা নেমেছেন বাবার জীবন বাঁচানোর লড়াইয়ে। বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তুলছেন টাকা।

আর তেমনি অসুস্থ বাবাকে বাঁচাতে টাকা সংগ্রহের লক্ষ্যে সোমবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী।

৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি চলবে এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি দেখানো হয়েছে অনম বিশ্বাস পরিচালিত সিনেমা দেবী, ৫ ফেব্রুয়ারি চলবে পিপলু আর খান পরিচালিত ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং ৬ ফেব্রুয়ারি শেষ দিন চলবে দীপংকর দীপন পরিচালিত এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী সানোয়োর রচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। সিনেমা প্রদর্শনীতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

প্রতিদিন মোট তিন রাউন্ডে সিনেমা প্রদর্শন করা হবে। এর মধ্যে দুপুর ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টায় চলবে সিনেমা।

এ বিষয়ে সিনেমা প্রদর্শনী আয়োজক দলের অন্যতম সদস্য রিসান আহমেদ বার্তা২৪.কম-কে বলেন, ‘ফয়সাল ভাইয়ের অসুস্থ বাবা আমাদের সকলের বাবা। আমরা আমাদের কোন বাবাকে অকালে হারাতে চাই না। আমরা সকলে মিলে বাবার জন্য লড়ছি। বাবাকে ফিরিয়ে আনবো আর এইজন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।'

তিনি আরও জানান, ‘সিনেমা প্রদর্শনীতে আমরা প্রথমদিনে ব্যাপক সাড়া পেয়েছি। ছয় শতাধিক টিকিট প্রথমদিন বিক্রি করতে পেরেছি। আশা করছি আগামী দুইদিন মিলিয়ে আমরা একটা ভালো ফান্ড গঠন করতে পারবো।'

তিনি আরও বলেন, ‘যে কেউ চাইলে বাবাকে বাঁচানোর এই লড়াইয়ে অংশগ্রহণ করতে পারবেন। টাকা পাঠাতে পারবেন বিকাশ ০১৮১৫০৬৮২৩৯ (শুভ দাস), রকেট ০১৮২২০১৮৬০৬৫ (অয়ন) এছাড়া অগ্রণী ব্যাংক জাবি শাখার ০২০০০২৩১৩৪৬৫ একাউন্টে এবং সোনালী ব্যাংক সাভার শাখার ০৪৪৩০৩৪৩৭৪৩৭৭ একাউন্টে টাকা পাঠানো যাবে।'

এ সম্পর্কিত আরও খবর