জাবি'তে ব্যতিক্রমী কবিতা পাঠের আসর

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 00:17:53

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কবিতা পাঠের আসর 'পাণ্ডুলিপি করে আয়োজন'। অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাহিত্য সংগঠন চিরকুট। আসরে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশিতব্য নতুন বই থেকে কবিতা পাঠ করে শুনান লেখকরা।

রোববার (২৭ জানুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক কেন্দ্রের ছাদে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিরকুট সদস্য আলেয়া আকতার আঁখির লেখা 'মৃত্যুলীন জীবন', মুগ্ধ মোহাম্মদ এহ্তেশামুলের 'প্রিয় মুখের মতন এই সূর্যাস্ত', মিশির হাবীবের ‘রুদ্ধ প্রলাপ’ জুলফিকার রবিনের ‘বিরহের তসবি’, নাঈমুল আলম মিশুর ‘নিষিদ্ধ কোরাস’, আনজুম সানির ‘বৃষ্টি পরবর্তী দুপুর’ এবং চিরকুটের প্রতিষ্ঠাতা মাসুম মুনাওয়ারের ‘সূর্যোদয়ের দৃশ্যাবলী’ নামক গ্রন্থ থেকে কবিতা পাঠ করেন লেখকরা।

ব্যতিক্রমী এমন আয়োজনের বিষয়ে চিরকুটের সাধারণ সম্পাদক সাবিহা ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘সাহিত্য সংগঠন চিরকুট'র সাতজন সদস্যের বই এবারের বইমেলায় প্রকাশিত হবে। এই কাব্যগ্রন্থ এবং কবিদের পাঠকদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘এই আসরের আড্ডা, কবিতা পাঠ, চা পানের মধ্য দিয়ে লেখক পাঠকের মধ্যে একধরণের হৃদ্যতা গড়ে উঠবে বলে আশাকরি। এছাড়া লেখক-পাঠকের মেলবন্ধন সৃষ্টিই আজকের আয়োজনের মূল লক্ষ্য।’

কবিতা পাঠের আসরে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন জাবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শওকত হোসেন।

এ সম্পর্কিত আরও খবর