মৃত্যুর কাছে হেরে গেলেন রাবি শিক্ষার্থী

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-26 06:31:12

দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহাদত হোসেন।

রোববার (২৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহাদাত রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাড়ী এলাকার রুহুল আমিন প্রধানের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে শাহাদাতের সহপাঠী রাকিবুল হাসান জানান, প্রায় চার বছর আগ থেকে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছিলেন শাহাদাত। প্রথম থেকেই চিকিৎসা নিয়ে আসছিল। এজন্য গত ৭ জানুয়ারি রামেক হাসপাতালে অপারেশনও করেন।

এরপর পর শুক্রবার (২৫ জানুয়ারি) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফের রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এম আসাদুল হক বলেন, ‘আমি হাসপাতালেই আছি। শাহাদতের লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি।’

এ সম্পর্কিত আরও খবর