বাড়ি ভাড়ার ভাতা ১৫ ভাগ কমানোর প্রতিবাদে জাবিতে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-24 20:50:42

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের বেতন ভাতা থেকে বাড়ি ভাড়া কমানো এবং শিক্ষক সমিতির শিক্ষক বিরোধী কর্মকাণ্ডে অবস্থান নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী শিক্ষকদের জোট সম্মিলিত শিক্ষক সমাজ ।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনে সম্মিলিত শিক্ষক সমাজের মনোনীত সভাপতি প্রার্থী ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

লিখিত বক্তব্য তিনি বলেন,'বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাক্ট ও অধ্যাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে স্থবিরতা, অনিয়ম এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অধিকারহরণ, মর্যাদাহানির কাজে লিপ্ত। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শুধু অ্যাক্ট লঙ্ঘন করছেন না। তিনি বর্তমানে শিক্ষকদের হয়রানি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনির্বাচিত উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে বিভেদ ও তিক্ততা সৃষ্টির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক বিনষ্ট করে তাঁর ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। '

শিক্ষক সমিতির শিক্ষক বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে তিনি বলেন,' বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষকবৃন্দের স্বার্থ, সম্মান ও স্বাধীনতা সংরক্ষণে সোচ্চার হওয়ার কথা থাকলেও উপাচার্য শিক্ষক সমিতিকে নিজের ক্ষমতা রক্ষা ও অনুগত ব্যক্তিদের স্বার্থসিদ্ধি অব্যাহত রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এছাড়া গত ৭ নভেম্বর সিন্ডিকেটের ৩০৩ তম সভায় শিক্ষক বিরোধী সিদ্ধান্ত বাড়ি ভাড়া ভাতা কমিয়ে ৫০ শতাংশ থেকে ৩৫ শতাংশ করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সেই সভায় উপস্থিত থাকা সত্ত্বেও শিক্ষকদের পক্ষে না গিয়ে উপাচার্যের সমর্থক হয়ে কাজ করেছেন। এটা সাধারণ শিক্ষকদের সাথে তামাশা ও প্রতারণার সামিল।'

তবে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে এমন অভিযোগের ব্যাপারে জানতে শিক্ষক সমিতির সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি বার্তা২৪.কমকে বলেন,' সিন্ডিকেট সভায় এই সম্পর্কিত আলোচনা হয়েছে কিন্তু কোন সিদ্ধান্ত হয়নি। কারণ এখনো পর্যন্ত কোন শিক্ষকের বেতন থেকে টাকা কাটা হয়নি। যে সব শিক্ষকরা সিদ্ধান্ত হয়েছে বলে উপস্থাপন করছেন সেটা সঠিক নয়। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করবে। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আলোচনা হওয়ার তিনদিনের মধ্য সার্কুলারটা আমাদের কাছে পৌঁছানোর কথা কিন্তু না পৌঁছিয়ে দুই মাস কেন দেরি হলো? যদি এর পিছনে অন্য কোন কারণ থাকে এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা জড়িত থাকে। আর সেটা যদি অন্যদেরকে সুযোগ প্রদান করার স্বার্থে হয়ে থাকে তবে তাকে শোকজ করার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে অনুরোধ করেছি।'

এর পূর্বে সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাবির শিক্ষকদের বেতন ভাতা থেকে বাড়ি ভাড়া কমানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষক বিরোধী এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সঙ্গে সঙ্গে শিক্ষক সমিতির শিক্ষক বিরোধী মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর