জাবি উপাচার্যের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 05:57:18

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছে আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থী সংগঠনের জোট ‘সম্মিলিত শিক্ষক সমাজ’।

সোমবার (২২ জানুয়ারি) শিক্ষক সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালামের নিকট এ মর্মে মৌখিক অভিযোগও জানিয়েছেন শিক্ষক নেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম চার ক্যাটাগরির শিক্ষকদের নিয়ে শিক্ষক সমিতির নির্বাচনের আগে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন। এর মধ্যে ২২ জানুয়ারি প্রভাষকদের, ২৪ জানুয়ারি সহকারী অধ্যাপক এবং ২৭ জানুয়ারি সহযোগী অধ্যাপক ও অধ্যাপক ক্যাটাগরির শিক্ষকদের দাওয়াত দিয়েছেন। তবে এ ভোজে দাওয়াত পেয়েছেন শুধুমাত্র তার অনুগত শিক্ষকরা।

এ ব্যাপারে সম্মিলিত শিক্ষক সমাজের মনোনীত সভাপতি প্রার্থী অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন বার্তা২৪.কমকে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এভাবে নির্বাচনের আগে এক পক্ষকে দাওয়াত দিতে পারেন না। আমরা আশঙ্কা করছি উপাচার্যের এমন আচরণ নির্বাচনকে প্রভাবিত করতে পারে। উনি যদি সকল শিক্ষককে দাওয়াত দিতেন তবে আর আশঙ্কা থাকত না।'

নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম বার্তা২৪.কমকে বলেন, ‘এমন একটা মৌখিক অভিযোগ পেয়েছি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সচেতন এমন কোন কাজ শিক্ষকদের প্রভাবিত করবে না। তবে যদি লিখিত কোন অভিযোগ পাই বিষয়টা খতিয়ে দেখব।'

লিখিত কোন অভিযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী পন্থী শিক্ষক নেতা সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘আমরা আজকেই নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ জানাব। আগে মৌখিক ভাবে জানিয়েছি।'

এ সম্পর্কিত আরও খবর