শিক্ষার্থীরা চাইলে জাকসু আগামী বছর: জাবি উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 21:39:57

শিক্ষার্থীরা চাইলে আগামী বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

রোববার (২০ জানুয়ারি) বার্তা২৪.কমের জাবি করেসপন্ডেন্টের সাথে একান্ত আলাপচারিতায় তিনি একথা জানান।

তিনি আরও বলেন, 'আমার প্রথম থেকে আশা ছিল জাকসুর নির্বাচন দিব। কারণ ছাত্র সংসদ ছাড়া বিবিধ নেতৃত্বের বিকাশ হয় না। আমি আগেও বলেছিলাম সিনেট ইলেকশনের পর জাকসু নির্বাচন দিব। কিন্তু সিনেট ইলেকশনের পরের অবস্থা দুঃখজনক পর্যায়ে গেছে। আমরা সিনেট ইলেকশনের পর বিভিন্ন বাধা পাচ্ছি এমনকি আইনগত বাধাও পাচ্ছি। এমন অবস্থায় আমরা যদি জাকসুর আয়োজন করি সেক্ষেত্রে আমরা কিভাবে ভোটার এবং প্রার্থী তৈরি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি চেষ্টা করি এবং ছাত্ররা যদি সত্যিই জাকসু চায় তবে আমরা আয়োজন করতে পারি। আমি কোন অবস্থাতেই চাইব না নির্বাচন করতে গিয়ে ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী কিংবা সংঘাতের পরিস্থিতি তৈরি হোক।'

উপাচার্য আরও বলেন,' আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেই জাকসু করব তা নয় কেননা সেখানকার অবস্থা আলাদা। আমাদের পরপর বিভিন্ন নির্বাচন এরপর মেগা প্রজেক্টটা শুরু করব তারপর জাকসু ইলেকশনটা করব। তবে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির আগে সম্ভব না।’

নির্বাচনের পূর্বে ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করার ব্যাপারে উপাচার্য বলেন, ‘অনেকদিনের একটা বিরতি হয়েছে এমতাবস্থায় ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করা খুব কঠিন। সেটার প্রস্তুতি কিভাবে নেওয়া যাবে ছাত্রদের সাথে কথা না বলে আমরা বুঝতে পারছি না। ছাত্ররা হলে থাকতে পারছে না তবে নির্বাচনের আয়োজন করলে তাদের হলে থাকার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি ছাত্রদের সহযোগিতায় সহাবস্থান নিশ্চিত করতে পারে।’

উল্লেখ্য, ১৯৭২ সালেই গঠিত হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) এবং সেই বছরই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যার ভিপি নির্বাচিত হন গোলাম মোর্শেদ এবং জিএস রোকন উদ্দিন। এরপর ৭৪, ৭৯, ৮০, ৮১, ৮৯, ৯০, ৯১ ও ৯২ সালসহ মোট ৯ বার জাকসু নির্বাচন হয়। সর্বশেষ ১৯৯২ সালের নির্বাচনে ভিপি নির্বাচিত হন মাসুম হাসান তালুকদার লিটন এবং জিএস শামসুল তাবরিজ।

তবে এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধলে তৎকালীন প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর ২৬ বছর পার হলেও আলোর মুখ দেখেনি জাকসু।

এ সম্পর্কিত আরও খবর