মার্চে ডাকসু নির্বাচন হচ্ছে?

বিবিধ, ক্যাম্পাস

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-12 12:40:37

দীর্ঘ ২৮ বছর নানা জল্পনা কল্পনার পর উচ্চ আদালত ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করার নির্দেশ দেন। সেই নির্দেশের ছয় মাস পার হওয়ার পরও নির্বাচন না হওয়ায় গত বছরের সেপ্টেম্বরে উকিল নোটিশ পাঠানো হয়।

তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে ডাকসু নির্বাচন করার ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয়ের সেই ঘোষিত সময়সীমা মোতাবেক নির্বাচনের আর দুই মাস বাকি।

এই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হল অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ, ছাত্রসংগঠন নেতাদের সঙ্গে দুইবার বৈঠক আর ডাকসুর গণতন্ত্র সংশোধন কমিটির প্রাথমিক সভা ছাড়া কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

এছাড়া ১৯৯০ সালে জুনের নির্বাচনের পর কয়েকবার ডাকসু নির্বাচনের উদ্যোগ নিলেও গত দুই যুগের বেশি সময়েও নির্বাচনের ফলপ্রসূ কার্যক্রম দেখতে পায়নি শিক্ষার্থীরা।

 

আর এই নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রিটের বাহনা শেষ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে একদিকে যেমন উচ্ছ্বাস দেখা গেছে; অন্যদিকে নির্বাচন নিয়ে বিগত দুই যুগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেকর্ড দেখে শঙ্কা তৈরি হয়েছে।

মার্চে ডাকসু নির্বাচন হচ্ছে- বিশ্ববিদ্যালয়ের কার্যমক্রম দেখে ভরসা পাচ্ছেন না শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘নির্বাচন হলে তাদের অধিকার আদায়ের জন্য যোগ্য নেতৃত্ব বেছে নেবেন তারা।’

ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী নাদিয়া মোমেন বলেন, ‘অনেক দিন ধরে বলা হচ্ছে- নির্বাচন হবে; আমরা কিন্তু এখন শঙ্কিত আসলেই কি নির্বাচন হচ্ছে? মার্চে কি আসলে আমরা ভোট দেবো? তারপরও ডাকসু নির্বাচনটার দরকার শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য।’

তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের নানা অসুবিধার আছে; কিন্তু সেগুলো বলার তো কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন হলে তখন আমরা একটা প্ল্যাটফর্ম পাবো।’

এদিকে নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ ছাড় দিতে রাজি ক্যাম্পাসের প্রক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। তারা বলছেন, এবার নির্বাচন হলে ডাকসু নির্বাচন ধারাবাহিক হওয়ার সুযোগ তৈরি হবে।

এর জন্য সর্বোচ্চ ছাড় দেবেন তারা। নির্বাচনের পরিবেশ সৃষ্টিতেও সংগঠনগুলো নিজেদের প্যানেল গোছানোসহ সংগঠনের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করছেন; শিক্ষার্থীদের কাছে নিজের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন তারা।

ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বার্তা২৪কে বলেন, ‘শিক্ষার পরিবেশ যেন ব্যাহত না হয়, সেজন্য প্রগতিশীল ছাত্রসংগনগুলো দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচনের ইতিবাচক পরিবেশ তৈরি করবে।’

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মো. ফয়জুল্লাহ। তিনি বার্তা২৪কে জানান, শিক্ষার্থীদের দাবি আদায়ে নির্বাচনে সর্বোচ্চ ছাড় দেবেন তারা।

বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি নিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সমালোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিক।

তিনি বলেন, ‘ক্ষমতাসীন সংগঠনের প্রতি প্রশাসনের পক্ষপাত আছে সব ক্ষেত্রে; তবে নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্য সংগঠনগুলোর প্রতি যেন প্রশাসন বিমাতাসুলভ আচরণ না করে।’

ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, ‘সকল সংগঠনের সহাবস্থান দরকার। যাতে সবাই কার্যক্রম চালাতে পারে, শুধু স্বাধীনতা বিরোধী, নিষিদ্ধ সংগঠন ছাড়া। নির্বাচনে প্রশাসনের নিরপক্ষে ভূমিকার রাখার দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রনেতাদের দাবি, ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে দ্রুত তফসিল ঘোষণা দিয়ে নির্বাচনের আবহ তৈরি করতে হবে।

অতীত ঐতিহ্য, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে ডাকসু নির্বাচনের প্রয়োজন আছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচন মার্চের মধ্যে হচ্ছে- এটা জোর দিয়ে বলতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। নির্বাচন হলে তিনি পদাধিকার বলে ডাকসুর সভাপতি হবেন।

মার্চে নির্বাচন হচ্ছে কিনা জানতে চাইলে উপাচার্য বার্তা২৪কে বলেন, ‘আগাম বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই। স্বদিচ্ছা আছে; প্রয়াস নিতে হবে। এটিই বড় কথা।‘

পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনের দুই মাস বাকি থাকলেও ভোটার তালিকা খসড়া হয়েছে; চূড়ান্ত হয়নি। এখন চলছে ডাকসু গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘প্রস্তুতি চলছে, বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছি। এগুলো নিয়ে এগোচ্ছি। ভোটার অর্থাৎ শিক্ষার্থীদের ডাটাবেজ, গঠনতন্ত্রের কিছু পরিমার্জন; সেটি চলছে।‘

তিনি বলেন, ‘ঐতিহ্যে ফিরে যাওয়া; শিক্ষার্থীদের মাঝে এই প্রতিষ্ঠানটিকে জাগ্রত করা; শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তাদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটানোর সুযোগ করে দেয়া- সেজন্য বিভিন্ন জায়গা থেকে দাবিগুলো উঠছে। আমরাও প্রয়োজনীয়তা অনুভব করছি।‘

এ সম্পর্কিত আরও খবর