জবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-07 18:34:32

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ এমেল হক মোল্লা।

এ সময় নৈতিকতা কমিটির সদস্য অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং পরিচালক (অর্থ ও হিসাব) ড. মো. মহসীন রেজাসহ প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর