গার্মেন্টস শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 14:00:13

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রগতিশীল ছাত্র জোট।

বুধবার (০৯ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক হত্যার ঘটনায় নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বানও জানান তারা।

সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক মাসুদ রানা বলেন, 'যে সুমন জীবন বাঁচাতে, মায়ের মুখে খাবার তুলে দিতে ঢাকায় এসেছিল, তাকে ফিরে যেতে হল লাশ হয়ে। ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের দুঃশাসনের রূপ এটা।'

এ সময় তিনি গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, 'গার্মেন্টস সেক্টরে অনেক উন্নতি হয়েছে বলে সরকার দাবি করে। কিন্তু গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের ওপরেই হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে তারা শ্রমিক বান্ধব নয়।‘

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেন, 'এই দানব সরকারের রূপ আমরা সুবর্ণচরে চার সন্তানের মাকে ধর্ষণে, শ্রমিকদের ন্যায্য আন্দোলনে গুলিবর্ষণে দেখতে পেয়েছি। জনগণের টাকা দিয়ে নিরাপত্তার জন্য যে অস্ত্র কেনা হয়। আবার সেই অস্ত্র আমাদের বুকের দিকে তাক করা হয়েছে। বর্তমানে  আমরা একটি স্বৈরতান্ত্রিক দানবের বিরুদ্ধে সংগ্রামরত অবস্থায় আছি।'

এ সময়, শ্রমিকদের ন্যায্য দাবি না মানা হলে ছাত্র-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের হুশিয়ারিও দেন তিনি।

সমাবেশে এছাড়া উপস্থিত ছিলেন- প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি ইমরান হাবিব রুমনছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিক, ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর প্রমুখ।

উল্লেখ্য, এক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরির দাবিতে রাজধানীর উত্তরা, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছে। গতকাল মঙ্গলবার (০৮ জানুয়ারি) সাভারে শ্রমিকদের জন্য সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে সুমন মিয়া (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। বিক্ষোভরত শ্রমিকদের দাবি, পুলিশের গুলিতে সুমন মিয়া মারা গেছেন।

এ সম্পর্কিত আরও খবর