শ্রমিকের দাবি বাস্তবায়নে জাবি'তে মিছিল

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 02:38:57

শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও সাভারে শ্রমিকদের উপর পুলিশের হামলা ও হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে প্রগতিশীল ছাত্র জোট।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে অমর একুশে, শহীদ মিনার, বিভিন্ন অনুষদ ও প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় জাবি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, 'শ্রমিকের মাসিক ন্যূনতম বেতন মাত্র আট হাজার টাকা। এই টাকা শ্রমিকদের জন্য তামাশা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা দেখছি এই ন্যূনতম বেতন না দিয়ে বরং তাদের উপর গুলি চালিয়ে স্তব্ধ করে দিতে চাচ্ছে।'

জাবি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার তিনি বলেন, 'উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে কিন্তু শ্রমিকের উন্নয়ন কোথায়? আমরা এমন উন্নয়ন চাই যে উন্নয়নে শ্রমিক সাধারণরা অন্তত দুবেলা পেট ভরে খেতে পারবে। আজ শ্রমিকদের ন্যায্য দাবির বাস্তবায়ন চাইতে রাস্তায় নামতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে। আমরা দাবি জানাই যেসব শ্রমিকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে মাত্র আট হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে সেটা যেন অতিশীঘ্রই বাস্তবায়ন করা হয়।'

জাবি ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অলিউর রহমান সান বলেন, 'যে রাষ্ট্র শ্রমিকের লাশের উপর দিয়ে উন্নয়নের মহাসড়কে প্রবেশ করছে আমরা তেমন রাষ্ট্র চাই না। আমলাদের বেতন বাড়ানো হচ্ছে অথচ যাদের শরীরের ঘাম দিয়ে দেশের ভিত গঠন হয় তাদেরে হত্যা করা হচ্ছে। আমরা শ্রমিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছি। যে শ্রমিককে নির্বিচারে হত্যা করা হলো আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ সেই সাথে অপরাধীদের শাস্তি আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।'

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর