কুবি মাতাল অ্যাশেজসহ তিন মিউজিক ব্যান্ড 

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-01 16:46:11

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাতিয়ে গেল অ্যাশেজসহ দেশসেরা আরও তিনটি মিউজিক ব্যান্ড। বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই জমকালো আয়োজন করা হয়।

'ওহ অহনা একটু ভালবাসো না' গান দিয়ে শুরু করে কুবির মিউজিক ব্যান্ড ‘প্ল্যাটফর্ম'। এরপরই ক্রমান্বয়ে মঞ্চ মাতান বে অব বেঙ্গল, সোনার বাংলা সার্কাস এবং এভয়েড রাফা। রাত ১২ টার দিকে মঞ্চে আসে অ্যাশেজ।

অনুষ্ঠান শুরু হয় বিকেল ৫ টা থেকে। এ সময় শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের শিল্পীরা, এরপরই প্ল্যাটফর্মসহ বাকি মিউজিক ব্যান্ডগুলো মঞ্চে ওঠে।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ১২ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিল। তবে তারা প্রায় ২০ হাজার মানুষের কথা চিন্তা করেই এই কনসার্টের আয়োজন করছেন। পাশাপাশি ছিল দুই শতাধিক ভলেন্টিয়ার।

এদিন চাঁদপুর থেকে আসা ইমরান হোসেন বলেন, 'এখানে এসে ভাবিনি এতো মানুষ হবে। ভেবেছি ছোট ক্যাম্পাস তেমন ভিড় হবে না। এটা প্রত্যাশারও অনেক বাইরে ছিল। আমি সহ আমার পাঁচজন বন্ধু ইভান ভাইয়ের গান শোনার জন্য এসেছি। এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে। সুন্দর আয়োজন। এক কথায় দারুণ লাগছে।'

প্লাটফর্মের ম্যানেজার জাহিদুল ইসলাম সার্বিক বিষয়ে বলেন, ‘আমরা গত তিন মাস চেষ্টায় ছিলাম কিভাবে ক্যাম্পাসে একটি বড়সড় প্রোগ্রামের আয়োজন করা যায়। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং শেষ পর্যন্ত লেট'স ভাইব এগিয়ে আসে। আমরা কোনরকম গণ্ডগোল না হওয়ার চেষ্টায় ছিলাম। আর এটা মেইনটেইনের জন্যে প্রক্টরিয়াল বডি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য স্যার আামাদের সার্বিক সহযোগিতায় ছিলেন। যে কারণে আমরা সফলভাবে প্রোগ্রামটা শেষ করতে পারছি। এর পাশাপাশি আমাদের ২০০ এর উপরে ভলেন্টিয়ার ছিল।' 

তিনি আরও বলেন, ‘আমরা সবসময়ই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশনের পজিটিভ ব্র্যান্ডিংকে প্রায়োরিটি দিয়েছি। আর প্রোগ্রামের সফলতার জন্য আমরা সকল কুবিয়ানকে কৃতিত্ব দিচ্ছি।'

এ সম্পর্কিত আরও খবর