জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির হোসেন ও মাসরিক হাসান

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-19 17:58:40

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার। ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন ২৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ২৬২ ভোট, কোষাধ্যক্ষ পদে ড. মিরাজ হোসেন (লটারিতে বিজয়ী) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মহসীন রেজা ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান ৩১৬ ভোট, অধ্যাপক ড. মো. আবুল হোসেন ৩০১ ভোট, ড. এ.এম.এম গোলাম আদম ২৯৮ ভোট, অধ্যাপক ড. ফারহানা জামান ২৭৫ ভোট, সহযোগী অধ্যাপক শামীমা আক্তার ২৭৩ ভোট, মো. আশরাফুল ইসলাম ২৬৯ ভোট, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ২৬৪ ভোট, অধ্যাপক ড. শামসুন নাহার ২৬১ ভোট, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ ২৫৯ ভোট এবং অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়৷ দুপুর ২.৩০টা পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা৷ এবারের নির্বাচনে ৬টি পদের বিপরীতে আওয়ামী পন্থী শিক্ষকদের দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ সম্পর্কিত আরও খবর