ভর্তি বাণিজ্যের অভিযোগে শিক্ষার্থীর সনদ স্থগিত

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 04:38:51

ভর্তি বাণিজ্যের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর স্নাতক (বিএসসি) এবং স্নাতকোত্তর (এমএসসি) সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাশেদ পারভেজ নয়ন নামের ওই শিক্ষার্থী ২০১০-১১ শিক্ষাবর্ষের বলে জানা গেছে।

এছাড়া ভর্তি বাণিজ্যের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাশেদ পারভেজ নয়ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকায় থাকা ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রলোভন দেখিয়ে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রী ভর্তির অভিযোগে পত্র-পত্রিকায় যে সংবাদের প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে নয়নের স্নাতক (২০১০-১১ শিক্ষাবর্ষ) এবং স্নাতকোত্তর (২০১৫-১৬) এর পরীক্ষার সনদসমূহ স্থগিত করা হয়েছে।

একইসাথে বিষয়টি সরেজমিনে তদন্তের ভিত্তিতে প্রতিবেদন পেশ করার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তিন সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পিন্টু লাল দত্ত (সদস্য সচিব)। তদন্ত কমিটিকে যথাশীঘ্রই তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রতিবেদনে বলা হয়েছে।

জানা যায়, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি জালিয়াতি চক্র টাকার বিনিময়ে অপেক্ষমাণ তালিকা থেকে চান্স মিলবে এমন প্রতিশ্রুতি দিয়ে ভর্তিচ্ছুদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

এতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাশেদ পারভেজ নয়নের জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে সোমবার (২৬ ডিসেম্বর) নয়নের সনদ স্থগিতাদেশ ও তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ সম্পর্কিত আরও খবর