নানা আয়োজনে জবি আইইআরে শরৎ উৎসব পালিত

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-10-04 20:04:23

 

নানা আয়োজনে শরৎ উৎসব ১৪৩০ পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর)। ইন্সটিটিউটের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শরৎ উৎসবটির আয়োজন করা হয়। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের হলরুমে শরৎ উৎসবটি পালিত হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ,গান গেয়ে মেতে উঠেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা শাড়ী পাঞ্জাবি পড়ে শরৎ উৎসবকে আরও রঙিন করে তুলে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, সহকারী অধ্যাপক শাহনেওয়াজ চন্দন, লেকচারার সানজিদা আক্তার তান্নি, অনুরাধা পাল এবং নশিন আফরোজ সহ ইনিস্টিউটের সকল শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নুর মোহাম্মদ হিমেল বলেন, অন্যান্য বিভাগের মতো আমরাও খুব অল্প সময়ে মধ্যে শরৎ উৎসব পালন করি এতে শিক্ষক শিক্ষার্থীদের বন্ধনটা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।

শিক্ষার্থী ফারহানা ঐশী বলেন, সেমিস্টার শেষ হওয়ার পর থেকেই আমরা একটা কিছু করার প্লান করছিলাম। আমাদের ব্যাচের সবাই মিলে একটা দিন শাড়ি পাঞ্জাবি পড়ে উদযাপন করার প্লান ছিল প্রথমে। পরে মনিরা ম্যামকে জানালে সে জানায় সকল ব্যাচকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে। তখন আমরা শরৎ উৎসবের আয়োজন করি।

সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন বলেন, আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমন দিন উদযাপন করার। সামনের দিনগুলোতেও আমরা সব দিবসে এমন আয়োজন অব্যাহত রাখব।

এ সম্পর্কিত আরও খবর