ব্র্যাকের ছাত্রীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষক বরখাস্ত

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-28 09:03:01

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক ড. ওয়াসেল বিন সাদাতকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

সিন্ডিকেটে সভা সূত্র জানায়, ওয়াসেল বিন সাদাত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে এক ছাত্রীর থিসিস সুপারভাইজার ছিলেন তিনি। গত ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও ওয়াসেল সেই ছাত্রীকে থিসিসের কাজের কথা বলে আসতে বলেন। পরে ঢাবির আইবিএ-তে যৌন হয়রানি করেন। ভুক্তভোগী ছাত্রী প্রমাণসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করলে তা ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছেও পাঠানো হয়। উপাচার্য আইবিএ এর পরিচালককে বিষয়টি নিয়ে প্রাথমিক রিপোর্ট দিতে বলেন। পরে সেই রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী কর্তৃক আনীত যৌন অভিযোগের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক ওয়াসেল বিন সাদাতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই শিক্ষকের বিষয়টা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়নবিরোধী যে সেল বা কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর