যৌন হয়রানির প্রতিবাদ করায় সংঘর্ষ, ৮ ঢাবি শিক্ষার্থী আহত

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-23 11:53:06

যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাবি শিক্ষার্থী ও স্থানীয় ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ, ফার্মেসি বিভাগের বায়োজিদ, নাসিফ, ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদসহ সিফাতুল ইসলাম, আজহা, মাহিন ও জুনায়েদ। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আট জনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এ ছাড়া বাকি ৭ জনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

এ বিষয়ে মাহফুজুর রহমান আলিফ বলেন, আমরা বন্ধুরা মিলে ধানমন্ডি এলাকার উমুক্ত মঞ্চ রবীন্দ্র সরোবরে ঘুরতে গিয়েছিলাম। এক পর্যায়ে একটি জায়গায় বসে ‘উনো’ খেলা শুরু করেন। এসময় স্থানীয় দোকানদাররা তাদের মেয়ে সহপাঠীদের নিয়ে অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তাদের জেরা করেন। যা এক পর্যায়ে যৌন হয়রানিতে রূপ নেয়। এর প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারদের কথা কাটাকাটি শুরু হয়, যা পের হাতাহাতিতে গড়ায় বলে দাবি আলিফের।

ফুটপাথের দোকানদাররাও তৎক্ষণাৎ ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর মাকসুদুর রহমান জানান, দুই পক্ষের কথা শুনে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আটজনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এছাড়া বাকি সাতজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। ঘটনাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করছে।

প্রাথমিকভাবে ধানমন্ডি থানার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর