রাবিতে ‘ইচ্ছে’র পিঠা উৎসব রোববার

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:17:34

সুবিধাবঞ্চিতদের আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে পিঠা উৎসবের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’।

রোববার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২ এর সামনে চলবে এ উৎসব। উৎসবে উপার্জনকৃত অর্থ দিয়ে অসহায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করা হবে।

ইচ্ছের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ইচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাই আমরা বিভিন্ন সময় নানা সমাজ সেবামূলক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এ পিঠা উৎসব। এখান থেকে উপার্জনকৃত সকল অর্থ দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার অসহায় দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করবো।’

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ইচ্ছে নামের এ স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পাসের আশেপাশের এলাকার সুবিধাবঞ্চিতদের আর্থ সহযোগিতায় কাজ করে সংগঠনটি। এছাড়া এ সংগঠনের নামে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি স্কুলও রয়েছে। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উপকরণ বিতরণসহ শিক্ষা পাঠ করানো হয়।

এ সম্পর্কিত আরও খবর