শেকৃবিতে স্বপ্নের ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন 

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:13:10

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের শিক্ষার্থীদের ভেটেরিনারি চিকিৎসার বিভিন্ন বিষয় হাতে কলমে শিক্ষাদানের জন্য আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ভেটেরিনারি টিচিং হসপিটালের প্রয়োজনীয়তা দীর্ঘ দিনের। বিভিন্ন সীমাবদ্ধ কাটিয়ে অবশেষে অনুষদ প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ১২ বছর পরে উন্মুক্ত হলো বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল।

বুধবার (১০ মে) দুপুর ১১.৩০ ঘটিকায় আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ আন্তর্জাতিক মানের এই ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূ্ঁইয়া।

এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল, ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, এএসভিএম অনুষদের ডিন এবং ভেটেরিনারি টিচিং হসপিটালের ইনচার্জ অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম এবং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মূলত, বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্যে ২০১৪ সালে ভেটেরিনারি ক্লিনিক নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ হয় এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২১ সালের ২ সেপ্টেম্বর।

ভেটেরিনারি টিচিং ক্লিনিক এর উদ্বোধন উপলক্ষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. কেবিএম সাইফুল ইসলাম বার্তা২৪ কে বলেন, ভেটেরিনারি টিচিং হসপিটাল হচ্ছে ভেটেরিনারিয়ানদের হাতে-কলমে চিকিৎসাবিদ্যা শেখার সর্বোত্তম জায়গা যেখানে একজন শিক্ষার্থী প্রাণীর রোগ নির্ণয়, চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং প্রতিকারের প্রতিটি বিষয়ে বাস্তব বিজ্ঞান লাভ করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচিং ভেটেরিনারি হসপিটালের শুভ উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রাণী চিকিৎসাবিদ্যার প্রায়োগিক শিক্ষা দেয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গবাদিপ্রাণী, হাঁস-মুরগি, সৌখিন পাখিসহ পোষা প্রাণীর বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা সেবা দিতে পারব। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের চেষ্টা থাকবে এই হসপিটাল থেকে একটি আন্তর্জাতিক মানের ওয়ান স্টপ ভেটেরিনারি হসপিটালের রূপ দেয়ার। যাতে করে একজন সেবা প্রত্যাশী প্রাণীর রোগ নির্ণয় থেকে শুরু করে রোগ প্রতিরোধসহ প্রাণীর প্রয়োজনীয় যাবতীয় স্বাস্থ্যসেবা একই ছাদের নিচে পেতে পারেন।'

উল্লেখ্য, ভেটেরিনারি টিচিং হাসপাতাল স্থাপনের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের পাশাপাশি ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার খামারি এবং পোষা প্রাণীর অভিভাবকগণ উপকৃত হবেন।

এ সম্পর্কিত আরও খবর