বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাবিতে আলোচনা সভা

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-26 02:56:38

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে রবীন্দ্র ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, 'মায়ানমারে রোহিঙ্গা মুসলিম, চীনে উইঘুর সম্প্রদায়, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়া দিলেও মানবাধিকার রক্ষায় কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না কেউই। মানবাধিকার প্রসঙ্গটি দেশগুলোর সরকারের সঙ্গে জড়িত। তাই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদেরকে মানবাধিকার নিশ্চিত করতে হবে।'

বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন অনুষদের ডীন অধ্যাপক আহসান কবির। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক সালাউদ্দিন সাইমুম।

এ সময় অন্যান্যের মধ্যে বিভাগের অধ্যাপক বেগম আসমা সিদ্দিকা, আনিসুর রহমান, সাইয়েদা আনজু, আব্দুর রহীম মিয়া, সাহাল উদ্দিন বক্তব্য দেন।

এর আগে সকাল ৯টার দিকে বিভাগের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর