রিজভীর মুক্তির দাবিতে রাবি ছাত্রদলের সমাবেশ

, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-27 14:05:35

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর সাবেক সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ এর মুক্তির দাবিতে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় রাবি শাখা ছাত্রদলের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধিকর্তা অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, গণতন্ত্রহীনতার সর্বশেষ পর্যায়ে আমরা অবস্থান করছি। এটার অন্যতম উদাহরণ রুহুল কবির রিজভীর বর্তমান অবস্থা। যিনি গণতন্ত্রের জন্য গুলি খেয়ে এই ক্যাম্পাসে পড়েছিলেন, তাকে জেলে যেতে হয়েছে। এরকম হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলায় কারাগারের প্রকোষ্ঠে আটক করে রাখা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, 'বর্তমানে বাংলাদেশ স্বৈরাচারীতার জ্বলন্ত উদাহরণে পরিণত হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে দেশের মানুষের এখন হাসফাস অবস্থা, অথচ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হরেকরকমের মাছ, মাংস, মিষ্টান্ন দিয়ে ভূড়িভোজ করে বেড়াচ্ছেন।'

এই নেতা আরো বলেন, 'এই বিশ্ববিদ্যালয়ের একজন নক্ষত্র অ্যাড. রুহুল কবির রিজভীকে ৪৫টি গায়েবী মামলা দিয়ে গ্রেফতার করে রাখা হয়েছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এই সরকারের কাছে আমরা তার মুক্তি চাইবোনা। আইনের গতিতেই তার মুক্তি হবে।'

যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি কেনার ঘটনার প্রেক্ষীতে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে আওয়ামীপন্থী আইনজীবী সায়েদুল হক সুমনের রিট করার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, 'দেশে অশনিসংকেত আরম্ভ হয়ে গেছে। আওয়ামী লীগের কারো বিরুদ্ধে এখন বিরোধী দল বা প্রশাসনের মামলা করা লাগছেনা, তারাই তাদের বিরুদ্ধে মামলা করছে।'

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতানুল ইসলাম রাহি বলেন, নানারকম ষড়যন্ত্র করেও যখন বিএনপিকে ভাঙ্গা যাচ্ছেনা, তখন রিজভী আহমেদের মত সৎ, ত্যাগী এবং দেশপ্রেমী নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হত্যার ষড়যন্ত্র করছেন বর্তমান প্রধানমন্ত্রী।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাবি ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মারুফ হাসান, সর্দার জহুরুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সহ-সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ মামুন, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, রাবির সাবেক প্রক্টর অধ্যাপক এনামুল হক, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক প্রমুখ।

এসময় রাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই- জাহান, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

এ সম্পর্কিত আরও খবর