ইবির নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট, উপাচার্যকে উকিল নোটিশ

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্ত২৪.কম | 2023-09-01 08:32:47

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে এক প্রার্থী।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রোকনুজ্জামান নামের ওই প্রার্থীর পক্ষে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ ইসমাইল হোসাইন।

দায়ের করা রিট নং ১৫১৮৭। রিটের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বার্তা২৪কে জানান, ‘আমারা একটি উকিল নোটিশ পেয়েছি। হাইকোর্ট থেকে কোন নির্দেশনা এখনো দেওয়া হয়নি সুতরাং আগামীকালের (শুক্রবার) সিন্ডিকেট বোর্ডের বৈঠকে বিষয়টি উত্থাপিত হবে।’

রিট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ নভেম্বর দুজন (একজন প্রভাষক এবং সহযোগী অধ্যাপক) শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। বিজ্ঞাপিত পদের বিপরীতে গত ৩০ নভেম্বর শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়।

এতে প্রার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে এর প্রেক্ষিতে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা হয়েছে।

রিট সম্পর্কে প্রার্থী রোকনুজ্জামান বলেন, ‘২০১৫ সালের ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হাওয়ার কথা ছিল সেই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়নি। ফলে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।’

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিজ্ঞাপিত ওই দুটি পদের বিপরীতে প্রায় ৮৬ জন প্রার্থী আবেদন করেন। বোর্ডে ২৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় মাত্র ৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে ওই ৯ জনের মৌখিক সাক্ষাৎকার নেওয়া হয়।

এদিকে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের দায়ের করা মামলার কারণে এতদিনে কর্তৃপক্ষ নিয়োগ বোর্ড সম্পন্ন করতে পারেনি বলে জানা গেছে। ওবে কিছুদিন আগে তিনি মামলাটি উঠিয়ে নেওয়ায় নিয়োগ বোর্ডের তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর