এনএসইউতে আন্তর্জাতিক সম্মেলন: নর্দান ইউনিভার্সিটির শ্রেষ্ঠ পুরস্কার অর্জন

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:32:57

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তিন দিনের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘জিনোমিক্স, ন্যানোটেক এবং বায়োইঞ্জিনিয়ারিং-২০২২’ (আইসিজিএনবি-২০২২) শীর্ষক সম্মেলন।

এ সম্মেলনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের দুই জন শিক্ষক সালাহউদ্দিন আইয়ুবী এবং মো. ইমরান নুর মানিক অংশগ্রহণ
করেন। তারা ফাইটোকেমিস্ট্রির এবং ন্যানোটেকনোলজি এবং ড্রাগ ডিজাইনের ওপরে পোস্টার প্রদর্শন করেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে অসাধারণ কৃতিত্বের জন্য নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক সালাহউদ্দিন আইয়ুবী সেরা পোস্টার পুরস্কার (best poster award) জিতে নেন।

উল্লেখ্য, এই বছর ১৫টি দেশের ৭৫টি প্রতিষ্ঠানের ৭০০ শতাধিক গবেষক অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী অনুষ্ঠানে ৬৪টি সরাসরি উপস্থাপনা এবং ৩৩২টি পোস্টার ছিল।

এ সম্পর্কিত আরও খবর