ববির ভর্তি পরীক্ষা শুরু

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 11:51:50

বরিশাল  বিশ্ববিদ্যালয়ের  ২০১৮ -১৯ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের  ভর্তি পরীক্ষা  শুরু হয়েছে।  

শুক্রবার ( ২৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে নগরীর তিনটি কেন্দ্রে একযোগে  “খ” ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ ও বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্রে  অনুষ্ঠিত হওয়া এই  পরীক্ষা চলে সকাল ১১ টা পর্যন্ত।

২০১৮ -১৯ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘খ’ ইউনিটে  ভর্তি পরীক্ষায় আবেদনকৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা  ৫ হাজার ৭৬৮ জন।

এদিকে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে ভতিচ্ছু শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতি বেশ চোখে পড়ার মত।

তাছাড়া শিক্ষার্থীরা কিছুটা স্বাভাবিক থাকলেও, অভিভাবকদের চেহারায় ছিল উদ্বিগ্নের ছাপ। কেন্দ্রে প্রবেশের শেষ মুহূর্তেও  সন্তানের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রবেশপত্রসহ যাবতীয় বিষয়াদি পর্যবেক্ষণ করে দিচ্ছে তারা। 

এদিকে  বিকেল ৩টায় “গ” ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।  পরীক্ষা চলবে বিকেল  ৪টা পর্যন্ত এই ইউনিটে ভর্তিতে আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা  ৪ হাজার ২৭৭ জন ।

উল্লেখ্য,   বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪ টি বিভাগের ১ হাজার ৪শত ৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৪শত ২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আর প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী ২০ জন শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর