বাসের হাফভাড়া নিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে ইবি ক্যাম্পাস।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টায় ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনার সূত্রপাত। বিষয়টি নিয়ে আজও (২৫ মার্চ) ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
স্থানীয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, কুষ্টিয়া-খুলনা মহাসড়কের গড়াই বাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাসের হাফপাস নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় বাসে থাকা এক শিক্ষার্থী ক্যাম্পাসের বন্ধুদের ঘটনা জানিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে আসতে বলেন। কিন্তু বাস স্টাফরা ক্যাম্পাস ফটকের আগেই শেখপাড়া বাজারে বাস থামিয়ে স্থানীয় লোকজন নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। তারা কয়েকজন শিক্ষার্থীকে আটকও করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, হামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অপরদিকে রাতে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে স্থানীয়রা।বিশ্ববিদ্যালয়ের লালনশাহ হলের পকেটে গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকার প্রয়াস চালায়। শিক্ষার্থীরাও প্রতিরোধে জিয়া হলের সামনে অবস্থান নেন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি আমরা।’