আন্তর্জাতিক পুরস্কার পেলেন ইউসিটিসি শিক্ষক জিয়াউল হক

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:19:42

ইউসিটিসি (ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং) এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, কবি ও গবেষক মো. জিয়াউল হক-কে গবেষণায় অসাধারণ অবদান এবং অনন্য সৃষ্টিশীল কর্মকাণ্ডের জন্য ভারত সরকারের মিনিস্ট্রি অব কর্পোরেট এ্যাফেয়ার্স (এমসিএ) কর্তৃক নিবন্ধিত স্বনামধন্য ভিডিগুড “বেস্ট রিসার্চার এ্যাওয়ার্ড” প্রদান করেছে।

মূলত, এই পুরস্কারটি ইংরেজি সাহিত্যে মো. জিয়াউল হক এর বুদ্ধিদীপ্ত এবং অসাধারণ গবেষণা প্রবন্ধের মাধ্যমে দেশ-বিদেশে নতুন জ্ঞানের প্রচার ও প্রসারে এবং মানুষের বিবেককে আলোকিত করার পেছনে বিশেষ অবদান রাখার জন্য দেয়া হয়।

উদাহরণস্বরূপ, তার একটি গবেষণা কর্ম স্পেনের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত এবং পাঠ্য। প্রতি বছর ‘ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট এ্যাওয়ার্ডস’ এর ব্যানারে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, হিউম্যানিটিস এবং মেডিসিনে অসাধারণ মেধাবী গবেষকদেরকে এই পুরস্কার দেয়া হয়।

পুরস্কারটি ২০২১ সালের ডিসেম্বরে প্রদান করার কথা ছিল। কিন্তু, কোভিড-১৯ এর কারণে পুরস্কার প্রদান কর্মসূচি কিছুটা পিছিয়ে গেলেও সম্প্রতি মো. জিয়াউল হক পুরস্কারটি গ্রহণ করেছেন।         

 

এ সম্পর্কিত আরও খবর