রাবি’র চিকিৎসা কেন্দ্রে অত্যাধুনিক মেশিন, মিলছে উন্নত সেবা

বিবিধ, ক্যাম্পাস

সাইফ সাইফুল্লাহ, রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 14:07:03

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের উন্নত সেবা দিতে বসানো হয়েছে অটোমেশন যন্ত্র। এছাড়াও ডেন্টাল, প্যাথলজি, ফিজিওথেরাপি ইউনিটের জন্য বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র এবং এক্সরে ও আল্ট্রাসনো মেশিন কেনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথমে শিক্ষার্থীরা ওই অটোমেশন যন্ত্রে স্মার্ট কার্ড পাঞ্চ করে প্রয়োজনীয় তথ্য দেবেন। পরে কোন রোগের চিকিৎসা করাতে চান সেটা উল্লেখ করে বাটন চাপলে চিকিৎসকের নাম, কক্ষ নম্বর ও শিক্ষার্থীর পরিচয়সহ অটোমেটেড একটি টোকেন দেওয়া হবে। ওই টোকেন নিয়ে সরাসরি নির্ধারিত কক্ষে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক প্রেসক্রিপশন লিখে ফার্মাসির সার্ভারে পাঠিয়ে দেবেন। পরে শিক্ষার্থীরা সেখান থেকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নিয়ে নেন। ফলে চিকিৎসা কেন্দ্রের সেবা নিয়ে উচ্ছ্বসিত রোগীরা।

সরেজিমনে দেখা গেছে, চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত, বসানো হয়েছে নতুন যন্ত্র। মূল চিকিৎসা কেন্দ্রের পাশের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্বিতীয় ইউনিট খোলা হয়েছে। এখানে অত্যাধুনিক ডেন্টাল ইউনিট, প্যাথলজি ও আধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে। এক্স-রে ইউনিটে ডিজিটাল এক্স-রে মেশিন (৫০০ এমএ) এবং ডিজিটাল প্লান্টের সাথে এক্স-রে মেশিনও যুক্ত করা হয়েছে।

এছাড়া চিকিৎসা কেন্দ্রে নতুনভাবে যুক্ত হয়েছে আলট্রাসনো, অত্যাধুনিক ইসিজি ও ফিজিওথেরাপি ইউনিট। ফিজিওথেরাপি ইউনিটে এসডব্লুউডি, ইউএসটি, ইলেক্ট্রিক ফ্রাকশন, টেনস ও ওয়াক্স থেরাপিসহ কয়েক ধরণের সেবা পাচ্ছেন রোগীরা। প্যাথলজি ইউনিটে পূর্বে সীমিত পরিসরে রোগের পরীক্ষা হলেও বর্তমানে এর সক্ষমতা বাড়ানো হয়েছে। প্যাথলজিতে এইচবিওয়ানসি, লিপিড প্রোফাইল টেস্ট, সিরাম বিলিরুবিনসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসা কেন্দ্রের জন্য কার্ডিয়াক সুবিধা সম্পন্ন নতুন একটি আধুনিক অ্যাম্বুলেন্স আনা হয়েছে। ফলে সার্বক্ষণিক দু’টি অ্যাম্বুলেন্সে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আউটডোরের পাশাপাশি পূর্ণাঙ্গ ইমার্জেন্সি ইউনিট করা হয়েছে। রোগীদের প্রায় ৮০ ধরনের ওষুধ ও ইনজেকশন বিনামূল্যে দেওয়া হচ্ছে।

চিকিৎসা নিতে আসা ফয়সাল আহমেদ নামের এক শিক্ষার্থী বার্তা২৪.কম’কে বলেন, ‘প্রথম দিকে এখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হতো। এখন ডেন্টাল, প্যাথলজি, ফিজিওথেরাপির মতো চিকিৎসার আধুনিক সরঞ্জাম থাকায় আমরা কাঙিক্ষত সেবা পাচ্ছি।’

মাইশা নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিট আধুনিকায়ন করায় এখন উন্নত সেবা পাওয়া যায়। আগে অনেক ঝামেলা পোহাতে হলেও এখন চিকিৎসা নিতে কোনো ঝামেলা নেই।’

চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ বার্তা২৪.কম’কে বলেন, ‘সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় মেডিকেল সেন্টারটিকে অত্যাধুনিক কনসালটেশন ও ডায়গনস্টিক সেন্টার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। অটোমেশনের আওতায় সব শিক্ষার্থীর চিকিৎসা সংক্রান্ত রেকর্ড, চিকিৎসকের অ্যাটেনডেন্স,  ওষুধ দেয়ার পরিমাণসহ সব রেকর্ড অটোমেশন মেশিনে থাকবে। বিভিন্ন ইউনিটের সক্ষমতা বাড়ায় চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের ভিড় লেগেই থাকে।’

তিনি আরো বলেন, ‘আউটডোরে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে একটি অর্গানোগ্রাম প্রস্তুত করা হয়েছে। এর আওতায় ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ইমার্জেন্সির জন্য ৬ জন মেডিকেল অফিসার, ৬ জন টেকনোলজিস্ট ও ৪ জন নার্স নিয়োগ করা হবে। এটি দেড় বছর আগে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদন করা হয়। এখন ইউজিসি’র অনুমোদনের অপেক্ষায় আছে। অর্গানোগ্রাম অনুমোদন পেলে মেডিকেল সেন্টারের সক্ষমতা কয়েকগুণ বাড়বে।’

এ সম্পর্কিত আরও খবর