শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পুলিশের সুপেয় পানির ব্যবস্থা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 04:29:39

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এতে বিপুল সংখ্যাক শিক্ষার্থী ও অভিভাবদের সমাগম ঘটেছে। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে সকল থেকেই পুলিশের বেশ কয়েকজন সদস্য কাজ করছেন।

বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পাশে জেলা পুলিশের পানির ট্যাংক থেকে মগ দিয়ে ভর্তিচ্ছু ও অভিভাবকরা পানি পান করাচ্ছেন। তীব্র রোদ্রের মাঝে পুলিশের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ে বি' কলা ও মানবিদ্যা অনুষদের পরীক্ষা তানজিল এসেছেন কুমিল্লা থেকে। দুপুরে পরীক্ষা থাকলেও তিনি সুযোগে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করছেন।

তিনি বার্তা২৪.কমকে বলেন, এমন একটি কাজ কেবল আমাদের পানির তৃষ্ণা মেটাচ্ছে না, বরং পুলিশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছে।

এ বিষয়ে জেলা পুলিশের এক সদস্য নাজমুন নাহার বার্তা২৪.কমকে বলেন, দূর-দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কষ্ট লাগবে আমরা ক্যাম্পাসে পানির ব্যবস্থা করেছি। পুরো ভর্তি প্রক্রিয়ায় এ ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর