চবির ভর্তি যুদ্ধ শুরু

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 16:23:45

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের অধীন 'বি' ইউনিটের মধ্যে দিয়ে  ভর্তি যুদ্ধ শুরু হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনের সময় সংশ্লিষ্ট অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আহমেদ সালাউদ্দিন, (ভারপ্রাপ্ত রেজিস্ট্রার) কে এম নুর আহমদে উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন  এবং তাদের শুভকামনা জানান।

পরে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘাবের জন্য এবারাই প্রথমবারের মত সকাল ও দুপুরে দুই শিফটে ভর্তি পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এর পাশাপাশি ভর্তি জালিয়াতি ও প্রশ্নফাঁস রোধে বিপুল সংখ্যাক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পূর্বের ন্যায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

আয়তন ও আসনসংখ্যার দিক থেকে বৃহত্তম এই ইউনিটে ১৩ টি বিভাগ ও ইনস্টিটিউটে ৩১ হাজার ৭৯০ ভর্তিচ্ছু অংশগ্রহণ করছেন। ফলে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন ভর্তিচ্ছু।

এ সম্পর্কিত আরও খবর