ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

বিবিধ, ক্যাম্পাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 01:20:04

প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর পুনরায় নেওয়া হবে।

শুক্রবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন ভর্তিচ্ছুরাই কেবল এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শুক্রবার ( ২৬ অক্টোবর ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তারিখ ঘোষণা করা হয়।

পরে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ইউনিটের পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক সাদেকা হালিম এই তথ্য নিশ্চিত করেন।

প্রচলিত পদ্ধতিতেই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ১২ অক্টোবর ‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির সুপারিশ মোতাবেক ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। পরে, পরীক্ষার ফলাফলে অসামঞ্জস্যতা দেখা দিলে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে গত ২৩ অক্টোবর পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বের ঘোষণানুযায়ী শুক্রবার বিকেলে এই তারিখ ঘোষণা করা হলো।

পুনরায় পরীক্ষার বিষয়ে অধ্যাপক সাদেকা হালিম বলেন, 'পরীক্ষা সমন্বয় কমিটির ডিনবৃন্দ বসে এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৬ নভেম্বর প্রচলিত পদ্ধতিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।'

এ সম্পর্কিত আরও খবর