ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সমান সুযোগ দিতে হবে: মুফতি ফয়জুল করীম

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 12:09:20

বর্তমানে ছাত্র রাজনীতির অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রচলিত ছাত্র রাজনীতি মানেই হলো- দখল নিয়ে মারামারি, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি, সাধারণ ছাত্রদের জিম্মি, শিক্ষকদেরকে অপমান ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করা। ছাত্র রাজনীতির এ অবস্থা চলতে থাকলে জাতি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। তাই এ অবস্থা থেকে উত্তরণের জন্য, সব ক্যাম্পাসে আদর্শ ছাত্র রাজনীতি চর্চার সমান সুযোগ দিতে হবে।

বুধবার (২৪ অক্টোবর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত কলেজ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কলেজ সম্পাদক জি এম বায়েজীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু ছাত্র রাজনীতির চর্চা করছে। সংগঠনের প্রতিটি নেতাকর্মী সাচ্চা দেশপ্রেমিক ও আল্লাহভীরু। তিনি উপস্থিত ছাত্রদের দেশপ্রেম ও ঈমানে উজ্জীবিত হয়ে ইসলামি রাষ্ট্র গঠনের জন্য সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য-গবেষণা সম্পাদক মুহাম্মাদ বরকত উল্লাহ লতিফ, ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরুল করীম আকরাম, প্রচার ও যোগাযোগ সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ জিয়াউল হক জিয়া, আলিয়া মাদরাসা সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী ও কে এম শরিফুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর